সাইবার অপরাধের বিরুদ্ধে মাঠে নামছে শিল্পকলা একাডেমি
‘সাইবার অপরাধের বিরুদ্ধে শিল্প’ শীর্ষক নতুন কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে আপনার বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শনিবার একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের সেমিনার কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
বৈঠকে সাম্প্রতিক কার্যক্রম ও কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি।
‘সাইবার অপরাধের বিরুদ্ধে শিল্প’ শীর্ষক প্রস্তাবনায় বলা হয়েছে, “প্রযুক্তির উন্নতি ও উৎকর্ষতা যেমন তথ্য ও যোগাযোগ ব্যবস্থাকে সহজতর করার পাশাপাশি মানুষের জীবনযাত্রাকে সহজ করেছে তেমনি এর অপব্যবহার আজ বিশ্ব মানবতাকে চরমভাবে বিনষ্ট করতে আরম্ভ করেছে। সাইবার অপরাধ শুধু বাংলাদেশের জন্য নয় এটি বিশ্বের প্রায় সকল দেশের জন্যই আজ আশংকার বিষয়। প্রযুক্তিগত বিকাশের পাশাপাশি প্রয়োজন এর নেতিবাচকতা ও সুবিধা-অসুবিধা সম্পর্কে অবহিত হওয়া অন্যথায় এটি জাতির বড় ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সাইবার অপরাধের বিরুদ্ধে জনমত গড়ে তোলা, সচেতনতা বৃদ্ধি এবং এর থেকে উত্তরণের পদক্ষেপগুলো দেশব্যাপী প্রচারের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ‘সাইবার অপরাধের বিরুদ্ধে শিল্প’-শীর্ষক আন্দোলন আরম্ভ করছে।”